Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে করোনা উপর্স নিয়ে একজনের মৃত্যু

ঝালকাঠিতে করোনা উপর্স নিয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে জামাল উদ্দিন হাওলাদার নামে (৬০) এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রায়াপুর গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। এক সপ্তাহ ধরে তাঁর শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন জানান, জামাল উদ্দিন হাওলাদার আগে থেকে শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। বাড়িতে বসেই চিকিৎসা নিয়েছেন। এক সম্পাহ আগে তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি সিভিল সার্জনকে জানানোর পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে জেলা জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলছে। সোমবার পর্যন্ত জেলায় মোট ৫২ জন করোনায় শনাক্ত হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠিতে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। …