স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে সুফিয়া বেগম (৬০) নামে এক নারী ও নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বরশিাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
মৃতের পরিবার জানায়, শনিবার বিকেলে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় রাজাপুরের সুফিয়া বেগমকে। রবিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় নলছিটির লুৎফর রহমানকে। তাঁর করোনা ধরা পরায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে তিনিও মারা যান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে : আমির হোসেন আমু
স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে আবারো আওয়ামী লীগকে ভোট …