স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের আদালত পাড়া এলাকায় রোটারী ক্লাবের পক্ষ থেকে দুইশত পরিবারকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়। রোটারী ক্লাবের সভাপতি মো. শামীম আহম্মেদ দরিদ্র মানুষের হাতে চাল, ডাল, চিনি, তেল, সাবান ও নগদ টাকা প্রদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনেক সম্পাদক শারমিন মৌসুমী কেকা ও রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু উপস্থিত ছিলেন। এদিকে ঝালকাঠিতে মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসা ব্যক্তিদের খাদ্যসামগ্রী দিয়েছে পুলিশ। জেলার চারটি থানা পুলিশের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …