স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পৌরকর্তৃপক্ষ। সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী দরিদ্র মানুষের হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পৌরসভার ৯টি ওয়ার্ডের এক হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন। এদিকে খাদ্য সামগ্রী বিতরণের খবর পেয়ে মুহুর্তের মধ্যে আশপাশের কয়েকশ’ মানুষ ছুটে এসে জটলা সৃষ্টি করে। পরে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …