Latest News
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / বিবিধ / ঝালকাঠিতে কলেজ থেকে বাসায় গিয়ে ছাত্রীর আত্নহত্যা

ঝালকাঠিতে কলেজ থেকে বাসায় গিয়ে ছাত্রীর আত্নহত্যা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সায়মা আক্তার আখি (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কলেজ থেকে বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের পূর্ব চাঁদকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। সায়মা আক্তার আখি ঝালকাঠি সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়তো। সে ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর আনিচুর রহমানের মেয়ে।
জানাযায়, সকালে বাসা থেকে কলেজে যায় আখি। তাঁর বাবা-মাও কর্মস্থলে চলে যায়। দুপুরে বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে সে আত্নহত্যা করে। ছোট বোন আনিকা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বড় বোনকে ফ্যানের সঙ্গে ঝুঁলতে দেখে বাবাকে খবর দেয়। বাবা এসে স্থানীয়দের সহযোগিতায় আখিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে আখি আত্নহত্যা করেছে, তা জানেন না পরিবার। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ।