Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কারেন্টজালসহ আটক ব্যবসায়ীকে এক বছর কারাদণ্ড

ঝালকাঠিতে কারেন্টজালসহ আটক ব্যবসায়ীকে এক বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ১৮ হাজার মিটার কারেন্টজালসহ র‌্যাবের হাতে আটক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পোনা সংরক্ষণ সপ্তাহে বরিশাল র‌্যাব ৮ এর বিশেষ অভিযানে সোমবার দুপুরে শহরের কৃষ্ণকাঠির বাড়ি থেকে ওমর ফারুক নামে কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করা হয়।
র‌্যাব জানায়, মেজর সফিকের নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কারেন্ট জাল ব্যবসায়ী ওমর ফারুকের বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাব তাঁর বাড়ি থেকে ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার এবং তাকে আটক করে। পরে ঝালকাঠির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জার মোহাম্মদ ইজাজুল হক আটক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেন। উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।