Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : মুক্তিযোদ্ধা সম্মাননা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

ঝালকাঠিতে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : মুক্তিযোদ্ধা সম্মাননা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে ঝালকাঠির মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম পাশাকে নগদ ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তাকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু, সংস্কৃতজন মনোয়ার হোসেন খান, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, মু. আব্দুর রশীদ, সহসভাপতি শ্যামল সরকার ও আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক মানিক রায়। কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য দেন সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম পাশা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজ ও শুভসংঘের সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক। অনুষ্ঠানে অতিথিরা কালের কণ্ঠকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি পত্রিকা উল্লেখ করে এর সাফল্য কামনা করেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …