Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কায়েদ ছাহেব হুজুরের ইন্তেকাল বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে কায়েদ ছাহেব হুজুরের ইন্তেকাল বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী হুজুরের ১১ তম ইন্তেকাল বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আরৎদারপট্টির মোড়ে ঝালকাঠির হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আমিরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। প্রধান অতথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি ও মাদক নির্মূল করতে হবে। যারা এসব কাজে জড়িত তাদের চিহ্নিত করে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। কায়েদ ছাহেব হুজুরের আদর্শ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা মুসলিহীনের সহসভাপতি ও চেম্বার সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক এবং পৌর কাউন্সিলর মাহাবুবুজ্জামান স্বপন। হ্যান্ডলিংশ্রমিক ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পরে কায়েদ ছাহেব হুজুরের আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ চাঁদপুরী হুজুর মাওলানা আবু জাফর মো. ছালেহ।