Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কায়েদ ছাহেব হুজুরের স্মরণে আলোচনা সভা

ঝালকাঠিতে কায়েদ ছাহেব হুজুরের স্মরণে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতি মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে হযরত কায়েদ ছাহেব হুজুরের কর্ম এক উজ্জল দৃষ্টান্ত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক পুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখা এ সভার আয়োজন করে। আলোচনা সভার উদ্বোধন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মাদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মোছাদ্দেক বিল্লাহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুন্সী আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মাহাবুবুজ্জামান স্বপন, মনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান, আবু বক্কর খান বাচ্চু ও আনোয়ার হোসেন আনু। সভায় বক্তারা বলেন, কায়েদ ছাহেব হুজুরের জীবনদর্শন ও কর্মসূচির আলোকেই নির্মূল হতে পারে সর্বপ্রকার সামাজিক সমস্যা ও অবক্ষয়।