Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

ঝালকাঠিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারিপুুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রদর্শনীভুক্ত কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ ৫ ভাগ শষ্য নিবিরতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আউশ আবাদ, কুমরো জাতীয় সবজি চাষ, পাঠ এবং জৈব বালাই নাশক ব্যবহার বিষয় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপসহকারী উদ্ধিদ সংরক্ষণ কর্মকর্তা ফনি ভুষণ ঢালী কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। প্রশিক্ষণ শেষে প্রকল্পভুক্ত প্রদর্শণী চাষিদের মধ্যে বিলবোর্ড প্রদান করা হয়।