স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের ব্র্যাক মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেডআই কামাল, সহসাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুজাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম তুহিন ও সদস্য আহসান উল্লাহ হাসান। কর্মী সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না ও সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা। কর্মী সভায় বক্তরা বলেন, চলমান আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …