Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল শাখার সভঅপতি কাজী মফিজুল ইসলাম কামাল। সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুন্সি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি বরিশাল ওষুধ তত্ত্বাবধায়ক এস এম সুলতানুল আরেফিন। অনুষ্ঠানে ঝালকাঠি কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক মেহেদী আহম্মেদ। পরে বনভোজনে অংশ নেয় সমিতির সদস্য ও তাদের পরিবার।