Latest News
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ ।। ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ইফতার

ঝালকাঠিতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ইফতার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার চারটি উপজেলা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএম’র সভাপতি ডা. নওশের আলী, ঝালকাঠির বিশিষ্ট চিকিৎসক বজলুর রহমান, ড্রাগ সুপার সুলতানুল আরেফিন, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মুন্সি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী আহম্মেদ।