Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে কোডেকে সঞ্চয় করা অনুদান ফেরত পেল সদস্যরা

ঝালকাঠিতে কোডেকে সঞ্চয় করা অনুদান ফেরত পেল সদস্যরা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষ সঞ্চয়ের মেয়াদ পূর্ণকারি সদস্যদের অনুদান ফেরত দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক মো. হামিদুল হক উপকারভোগিদের হাতে অর্থ তুলে দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, কোডেকের উপসহকারি পরিচালক শেখ রেজোয়ান হোসেন, সিনিয়র জোনাল ব্যবস্থাপক আব্দুল মান্নান মোল্লা, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারি মিলন হালদার। কোডেকের মাধ্যমে উপকারভোগী ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাঁচজনকে মোট ৬২ হাজার ৪১২ টাকা অনুদান ফেরত দেওয়া হয়।