Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কোরবানির পশুরহাট পরিদর্শন করলেন বরিশালের ডিআইজি

ঝালকাঠিতে কোরবানির পশুরহাট পরিদর্শন করলেন বরিশালের ডিআইজি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কোরবানির পশুরহাট পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি শহরতলীর বিকনা এলাকার পশুরহাটে যান। সেখানে উপস্থিত পশুর ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। কোরবানির পশু হাটে আনতে বেপারিদের কোথাও চাঁদা দিতে না হয় সে ব্যাপারে শতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। এছাড়াও হাটে স্বাস্থ্য নিরাপত্তা বজায় রাখার জন্যও ইজারাদারদের নির্দেশ দেন তিনি। ডিআইজি পশুরহাট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মো. ছোয়াইব, এম এম মাহমুদ হাসান, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান ও পৌর কাউন্সিলর যুবলীগ নেতা রেজাউল করিম জাকির।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …