Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ক্রীড়া সংস্থার ইফতার

ঝালকাঠিতে ক্রীড়া সংস্থার ইফতার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অথিতি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, চেম্বারের সাবেক সভাপতি মাহাবুব হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মাহামুদ ধলু, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সনাক সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যরা।