স্টাফ রিপোর্টার :
ভূট্টা, সূর্যমুখী ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষক সমাবেশে এ কার্যক্রম উদ্বোধন করেন। সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার। কৃষি কাজে সহায়তার জন্য সদর উপজেলায় মোট ৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে বীজ-সার দেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার
স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …