স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ পড়েছেন। রবিবার সকালে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানায়, ঠাকুরগাঁও থেকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদে তাবলিগ জামাতের একটি দল আসেন। শনিবার রাতে জামাতে আসা মুসল্লিরা খাবার খেয়ে ঘুমি পড়েন। রবিবার সকালে তাঁরা ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকেরই বমি, পেটে ব্যাথা, মাথা ব্যাথার সঙ্গে শরীর দুর্বলতা রয়েছে। স্থানীয় লোকজন তাদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাফর আলী দেওয়ান বলেন, ‘রোগীদের প্রধান সমস্যা পেট খারাপ, বমি এবং পেটে ব্যথা। এ পর্যন্ত সব মিলিয়ে ১৪জন রোগী ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক …