Latest News
বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেসক্লার মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের উদ্যোগে দলীয় অভ্যান্তরিণ গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ কর্মশালায় আওয়ামী লীগের তৃনমূল থেকে ২৫ জন নেতারা কর্মী অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশলান আঞ্চলিক কার্যালয় বরিশালে আঞ্চলিক কর্মকর্তা দ্বীপু হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালী বিশেষ অতিথি ছিলেন। কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারনন্যাশনালের সদস্য ফেলোশীপ প্রাপ্ত ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম হৃদয়। কর্মশালায় অংশগ্রহনকারীদের মতামতের ভিত্তিকে একটি সুপারিশমালা তৈরি করা হয়।