Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঝালকাঠিতে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গরু চোর সন্দেহে এক ব্যক্তি গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার দিয়াকুল গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১১টার দিকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহতের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছ পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে একটি ট্রলারে করে তিনজন ব্যক্তি দিয়াকুল গ্রামে প্রবেশ করে। তাঁরা স্থানীয় কৃষক তোফাজ্জেল হোসেন মৃধার বাড়িতে গিয়ে গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তোফাজ্জেল হোসেন ডাকাত এসেছে বলে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা এসে এক ব্যক্তিকে গরুসহ হাতে নাতে ধরে ফেলে। অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে রাতেই গণধোলাই দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন ও ওসি অপারেশন আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি শোনিত কুমার গায়েন।