Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সটাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে শহরের পাবলিক হরিসভা চত্বরে জেলা পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী তিনজন করে তিনটি গ্রুপে ৩৬জন শিশু কিশোর অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজয়ী প্রতিযোগী তিনজন আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করবে। পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুররীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হরিসভা পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বণিক, প্রফেসর ডা. অসীম কুমার সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমির কুমার দাস, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কর্মকার, অ্যাডভোকেট তপন কুমার সরকার বিশেষ অতিথি ছিলেন।