Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এ স্লোগানে ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের গোল টেবিল বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে পিস প্রেসার গ্রুপ (পিপিজি) ও কন্যা শিশু এডভোকেসি ফোরাম। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, নারী নেত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পিপিজির সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনু, সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, হেমায়েত উদ্দিন হিমু, আক্কাস সিকদার, পৌর কাউন্সিলর নাছিমা কামাল, দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা ও জেলা সুজনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ফরহাদ। অনুষ্ঠানে শিশু শিল্পীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃতি করে। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।