Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ঝালকাঠিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়াম্যান খান আরিফুর রহমান। প্রতিযোগিতায় ছেলে-মেয়ে উভয় গ্রæপে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি এবং সাঁতার অন্তর্ভূক্ত রয়েছে। ফুটবলের উদ্বোধনী খেলায় প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে টাইগার মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। বালক,বালিকা ফুটবলে অংশ নিচ্ছে ৩৭টি টিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম হারুন অর রশিদ। অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু এবং ক্রীড়া সংগঠক ও শিক্ষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।