Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ঘুর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি : অভ্যন্তরিন রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঝালকাঠিতে ঘুর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি : অভ্যন্তরিন রুটে লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘ফনি’ মোকাবেলায় ব্যাপক প্রস্তৃতি গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে ৫টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ইতোমধ্যেই ২৮টি সাইক্লোন সেল্টারসহ পাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা হয়েছে। ৩৭টি মেডিকেল টিম ও দুই হাজার স্বেচ্ছাসেবক প্রস্তত রাখা হয়েছে। জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও ফায়ারসার্ভিস কর্মীসহ সংশ্লিষ্টদের ছুটি বন্ধ রেখে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সকালে অভ্যন্তরিন রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। গ্রামপর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের কাছে ৩৪২ মেট্রিকটন চাল, দুই হাজার প্যাকেট শুকনা খাবার ও নগদ সাত লাখ টাকা মজুদ রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাৎক্ষণিক যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) ০৪৯৮৬২২৩৩ এবং ০১৭০৫৪১১০০৫ নম্বরটি সচল থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর।