Latest News
বুধবার, ১৯ মার্চ ২০২৫ ।। ৫ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠিতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকায় চাঁদা না দেওয়ায় মিলন মৃধা নামে এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোর গ্যাং হিসেবে পরিচিত একটি গ্রুপ রবিবার বিকেলে এ হামলা চালায় বলে আহতর পরিবারের অভিযোগ। আহত ব্যবসায়ীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের মা রহিমা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় ৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, রবিবার বিকাল ৫টার দিকে পুরাতন কলাবাগান এলাকায় ব্যবসায়ী মিলনের কাছে চাঁদা দাবি করে স্থানীয় কিশোর গ্যাং। চাঁদা না পেয়ে কথা কাটাকাটির একপর্যায় তারা মিলন মৃধার ওপর হামলা চালায়। এসময় তারা দোকানের টিভিসহ মালামাল ভাংচুর করে। এতে বাধা দিলে মিলনকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তারা। স্থানীয়রা দৌঁড়ে আসলে কিশোর গ্যাংয়ের প্রধান সৈকত ও সাগরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল পালিয়ে যায়। রক্তাক্ত মিলনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছোট খাটো যেকোনো ইস্যুতে এই কিশোর গ্যাং একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …