Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে যুবক মৃত্যু শয্যায়

ঝালকাঠিতে চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে যুবক মৃত্যু শয্যায়

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই শহরের পশ্চিমচাদকাঠি এলাকায় চাচাত ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরতর জখম হয়েছে সরোয়ার হোসেন মুন্না (২৭) নামে এক যুবক। সোমবার রাতে পশ্চিম চাঁদকাঠি কালিমন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসীর হাতে আটক হয় হামলার নেতৃত্বদানকারী আসাদুজ্জামান সোহেল (৩৬)। তাকে স্থানীয়রা উত্তম-মধ্যম দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সরোয়ার হোসেন মুন্না একই এলাকার মো. হায়দার রহমানের ছেলে। সে ঝালকাঠি সরকারি কলেজের বিএ শেষ বর্ষের শিক্ষার্থী। মুন্নার আপন চাচাত ভাই আসাদুজ্জামান সোহেলসহ তিনজন হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আহতর ভাই মো. শাহরিয়ার রহমান অভিযোগ করেন। মুন্নার পিঠে তিনটি ও কপালে একটি গুরতর জখম হয়েছে। আহত মুন্নাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম চাঁদকাঠির মৃত শাহজাহান মিয়ার চাঁর ছেলের মধ্যে তৃতীয় ছেলে মো. মজিবর রহমানের কোন সন্তান নেই। দ্বিতীয় ছেলে হায়দার রহমানের চার ছেলে ও এক মেয়ে। হায়দার রহমানের তৃতীয় ছেলে সরোয়ার হোসেন মুন্নার জন্মের পরপরই চাচা মজিবর রহমান পালক ছেলে হিসেবে লালন পালন করেন। বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নেয়নি বড় ভাই খলিলুর রহমান ও তার পাঁচ ছেলে। মেঝ ও সেজ ভাইর ছেলে মেয়েরা লেখা পড়া করলেও বড় ভাইর ছেলেরা তেমন একটা লেখা পড়া করে না। নিজেদের বসতবাড়ি ভাগবাটোয়ারা নিয়ে মজিবর রহমান, খলিলুর রহমান ও হায়দার রহমানের ছেলেদেরে মধ্যে গত দুইবছর ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। সর্বশেষ সোমবার রাতে বড়ভাই খলিলুর রহমানের ছেলে আসাদুজ্জামান সোহেলের নেতৃত্বে তি-চারজন মিলে সরোয়ার হোসেন মুন্নাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়। ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি বড় চাকু উদ্ধার করা হয়েছে। আহতর পক্ষ থেকে অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে। আহতর পালক বাবা (চাচা) মজিবর রহমান বলেন, বরিশাল মেডিক্যালে মুন্নার সফল অস্ত্রপচার হয়েছে। কিছুটা শঙ্কামুক্ত হলেই থানায় অভিযোগ দায়ের করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …