Latest News
রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এডিপির বরাদ্দ

ঝালকাঠিতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এডিপির বরাদ্দ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে চলতি অর্থ বছরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ দেওয়া হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান বরাদ্দের এক লাখ টাকা হস্তান্তর করেন। ২৫ হাজার টাকা করে সরদ উপজেলার চারটি বিদ্যালয়ের আসবাবপত্র কেনার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকছেদ আলী, আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, শেখেরহাট আজিমুনন্নেছা বালিকা বিদ্যালয় এন্ড কলেজ ও মানপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এ অনুদানের টাকা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার ও ইসরাত জাহান সোনালী।