স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি, প্রেসক্লাবের দাতা সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মু মনিরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব। বুধবার সন্ধ্যায় তাকে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধিত মু. মনিরুল ইসলাম তালুকদার। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু, সহসভাপতি মানিক রায়, সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা ও সদস্য শফিউল ইসলাম সৈকত। গত ২৮ ডিসেম্বর ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মু. মনিরুল ইসলাম তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …