Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ছাত্রলীগের শোক সভা ও দোয়া মোনাজাত

ঝালকাঠিতে ছাত্রলীগের শোক সভা ও দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ শোক সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল¬াহ পনির। জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, শহর যুবলীগ আহবায়ক হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন প্রমুখ।
পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজা করা হয়। দোয়া ও মোনাজাতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।