Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জরায়ু ও ব্রেষ্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা

ঝালকাঠিতে জরায়ু ও ব্রেষ্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা

স্টাফ রিপোর্টার :
নারীদের জরায়ু, ও ব্রেষ্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠি সিভিল সার্জ কার্যালয় সভাকক্ষে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাঠপর্যায়ের কর্মী এবং গৃহিনীসহ ২০ জন কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালার মধ্য দিয়ে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মটিভেটর গড়ে তোলা হবে বলে জানানো হয়। কর্মশালায় ফেসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসকা কর্মকর্তা গোলাম ফরহাদ এবং সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।