Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সনাক সদস্য এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন।সচেতন
ওরিয়েন্টেশনে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সেচ্ছাসেবকদের ভূমিকা বিষয়ে ধারণা প্রদান করা হয়। ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির সভাপতি ড. কামরুন্নেছা আজাদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন সনাক সহসভাপতি শিমুল সুলতানা হেপী ও ছালেক আজাদ খান, সদস্য গৌতম বনিক, মো. নজরুল ইসলাম তালুকদার, সুজিত কান্তি বোস, কবিতা হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, সবুর খান সবুজ, হামিদা খানম, ইয়াসমীন আক্তার কচি। এছাড়া ইয়েস গ্রæপের দলনেতা রিমন মাহমুদ, সহদলনেতা মো. শাহরিয়া পাপন, খান জাহান রিমন, সাথি আক্তার, মো. রাব্বি সিকদার, জিহাদ হাওলাদারসহ ৪৩ জন ইয়েস সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …