Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় পাট দিবস উদযাপিত

ঝালকাঠিতে জাতীয় পাট দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় পাটি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পাট অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তা একই স্থানে গিয়ে শেষ হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শংকর রঞ্জন সরকার আলোচনায় অংশ নেন।

সভায় জাতীয় স্বার্থে পাটখাতের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিবেশ রক্ষাসহ পাটের সোনালী দিন ফিরিয়ে আনার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …