Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় ভোটার দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ভোট বিষয়ে সচেতনতাসহ ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘ভোটার হব, ভোট দেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ফরিদ উদ্দিনরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জলো প্রশাসক মো. হামিদুল হক। অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ আলোচনায় অংশ নেন।