Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ঝালকাঠিতে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সদর উপজেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার দুপুরে শেখ রাসের মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। উদ্বোধনী খেলায় ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় বালক দল ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যাবধানে জেবিআই ইছানীল মাধ্যমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করেছে। এ প্রতিযোগিতায় বালক গ্রæপে ১২টি ও বালিকা গ্রæপে ৬টি দল অংশ নিচ্ছে। এছাড়া হ্যান্ডবলে বালক ও বালিকা বিভাগে তিনটি করে দল অংশ নিচ্ছে। কাবাডি প্রতিযোগিতায় বালিকা গ্রæপে চারটি, বালক গ্রæপে তিনটি দল অংশগ্রহন করছে। এই প্রতিযোগিতায় দাবা ও সাতার রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ শিক্ষা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …