Latest News
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ।। ১১ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

ঝালকাঠিতে জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে শহরের টাউন হলের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …