Latest News
সোমবার, ৫ জুন ২০২৩ ।। ২২শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম ভিডিও কনফান্সের মাধ্যমে উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ঝালকাঠি সদর উপজেলার ৬০০ দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সাবান ও মাস্ক তুলে দেন। জেলার চার উপজেলায় ৩ হাজার ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা পরিষদ প্যানলে চেয়ারম্যান মো. মাহাবুব হোসেন, জেলা পরিষদ সদস্য সদস্য মো. সালাহউদ্দিন আহম্মদে সালেক, শারমিন মৌসুমি কেকা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী আরিফুল ইসলাম উপস্থতি ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে জয় সেট সেন্টারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার …