Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ডাকাতি মামলায় একজন গ্রেপ্তার

ঝালকাঠিতে ডাকাতি মামলায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে মিজানুর রহমান ওরফে মিজান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বারবাকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মিজান বারবাকপুর গ্রামের মৃত শাখওয়াত আলীর ছেলে।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, গত ৩১ জুলাই দিবাগত রাত দেড়টায় পার গোপালপুর গ্রামের দবির হোসেনের বাড়িতে একদ ডাকাত ডাকাতি করে ৭৩ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় দবির হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।