স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রথম বারের মতো অনলাইনে অনুষ্ঠিত ডিজিটাল মেলার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের নাম ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পাঁচটি শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রি লেভেলে প্রথম হয়েছে আবু নোমান প্রতীক, দ্বিতীয় সায়মা ও তৃতীয় নবলীনা দাস, জুনিয়র লেভেলে প্রথম হয়েছে অভি মিস্ত্রি, দ্বিতীয় শান্ত গোয়াল ও তৃতীয় ফাতিমা আক্তার হাফছা, উচ্চ মাধ্যমিক লেভেলে প্রথম হয়েছে প্রতীম দাস, দ্বিতীয় নুসরাত জাহান ও তৃতীয় নিলয় দেবনাথ, ¯œাতক লেভেলে প্রথম হয়েছেন আবির সরদার, দ্বিতীয় এমদাদ-উল হক ও তৃতীয় আকাশ কুমার ঘোষ, সর্বসাধারণ লেভেলে প্রথম হয়েছেন জাহিদুল ইসলাম তালুকদার, দ্বিতীয় আইরিন সুলতানা রিম ও তৃতীয় জাহাঙ্গীর আলম খান। গত ২৯ জুন ডিজিটাল মেলা শুরু হয়। তিন দিনব্যাপী এ মেলা অনলাইনে উদ্বোধন করেন জেলা প্রশাসক। ১ জুলাই মেলা শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন। বিজয়ীদের পুরস্কার পৌঁছে দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …