Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভা

ঝালকাঠিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পৌরসভা এলাকায় ‘পাবলিক টয়লেট নির্মাণ’ বিষয়ক মতবিনিময় সভা করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পৌরমেয়র মো. লিয়াকত আলী তালুকদার। সংশিষ্ট বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি টিমের আহŸায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। সভায় প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী ছিলেন বিশেষ আলোচক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালীর সঞ্চালনায় রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান বক্তব্য দেন। সভায় অ্যাডভোকেসি টিম পৌরসভার ১০-১২ স্থানে পাবলিক টয়লেট নির্মাণের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চিহ্নিত স্থানগুলো হচ্ছে- জেলা প্রশাসক কার্যালয়ের পাশে, প্রেস ক্লাব সংলগ্ন খালের পাশে, উদ্বোধন স্কুলের পাশে এবং সরকারি কলেজ মোড়। এছাড়া সভায় পৌরএলাকার অন্য নাগরিক সমস্যা নিয়ে আলোচনার পর পর্যায়ক্রমে সে সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।