Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ঢাকাফেরত একজনের করোনা শনাক্ত

ঝালকাঠিতে ঢাকাফেরত একজনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ঢাকা থেকে আসা এক ব্যক্তির (৫১) করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয়ে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে আতঙ্ক বিরাজ করছে।
সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, গত ৩ মে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসে ওই ব্যক্তি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁর নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …