Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক সঙ্গীতানুষ্ঠান

ঝালকাঠিতে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার :
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় ঝালকাঠির সিটি পার্কে বৃহস্পতিবার বিকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, এসডিজি, মাদক-সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধ; তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।
ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বৈঠকে প্রধান অতিথি এবং প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিল এবং পৌরসভার মহিলা কাউন্সিলর নাছিমা কামাল বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে শিল্পীরা গানে গানে সরকারের বিভিন্ন উন্নযন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। বিপুল সংখ্যক নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।