Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তামাক বিরোধী অভিযানে জরিমানা

ঝালকাঠিতে তামাক বিরোধী অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে দুই ব্যবসায়ীসহ পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোকানে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপন হিসেবে সাজিয়ে রাখা (ডিসপ্লে) এবং প্রকাশ্যে ধূমপানের দায়ে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম ফখরুল হোসাইন, সিফাত বিন সাদেক ও আহমেদ হাছানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের কলেজ খেয়াঘাট, ডিসি পার্ক, সিটি পার্ক, লঞ্চঘাট, থানা সড়ক, কালিবাড়ি সড়ক, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লঞ্চঘাট এলাকার আবুল হোসেন ও সিটি পার্ক এলাকার মোশারেফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপন হিসেবে সাজিয়ে রাখতে দেখা যায়। এ অপরাধে আবুল হোসেনকে এক হাজার ও মোশারেফকে ৫০০ টাকা জরিমানা করা হয়। দোকান থেকে তামাকজাত দ্রব্যের ডিসপ্লে অপসারণ করা হয়। এছাড়াও প্রকাশ্যে ধূমপান করার দায়ে অপ্রাপ্ত বয়স্ক তিনজনকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।