Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তারেক জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ

ঝালকাঠিতে তারেক জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ

স্টাফ রিপোর্টার :
ঝালকঠিতে বিএনপি চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) তারেক রহমানের জন্মদিন পালন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শুক্রবার আছর নামাজ শেষে পুরাতন গোরস্থান মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এতে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবীর বাবুল, ওয়ারেস আলী খান, অ্যাডভোকেট মাহেব হোসেন, শামীম তালুকদার, অ্যাডভোকেট খান শহিদুল ইসলাম, নজরুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট নাসিমুল হাসান, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু, অ্যডভোকেট মমিজানুর রহমান, মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সহসভাপতি খালিদ বিন জেকি, মুন্না, যুগ্মসম্পাদক সৈয়দ আলী হাসান, গোলাম আজম খান, মেশকাতসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া-মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) তারেক রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
উল্লেখ্য ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পরে এটা প্রথম কর্মসূচি পালন করায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা স্বস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …