Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠিতে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের আড়তদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জরিমানার আদেশ প্রদান করেন। অভিযানের টের পেয়ে শহরের পেঁয়াজ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ী কম দামে পেঁয়াজ কিনে তাদের আড়তে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। তাদের তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এদিকে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদা জাহান ও মাসুমা আক্তার।