Latest News
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৪ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয়ক প্রশিক্ষণ

ঝালকাঠিতে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বিষয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন দপ্তর সম্পাদক অ্যডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট ফয়সাল খান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার। নলছিটি উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত করিম মিশুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো সফিকুল ইসলাম জুয়েল ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, বিএনপি নেতা বাবুল জোমাদ্দার, অ্যাডভোকেট রাশেদুল হাসান সুমন, নলছিটি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ। কর্মশালায় নলছিটি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মী অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দ্বীপু হাফিজুর রহমান।