Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত

ঝালকাঠিতে দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার সকালে নমুনা সংগ্রহের রিপোর্ট পাওয়ার পরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ১৩ জন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, পুলিশের সদ্য নিয়োগ পাওয়া এক সদস্য এবং ময়মনসিংহ থেকে বদলী হয়ে আসা একজনের করোনা পজিটিভ হয়েছে। তাদের পুলিশ লাইনসে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা দুইজনেই সুস্থ আছেন। তাদের কোন উপসর্গ নেই, তাই পুনরায় নমুনা সংগ্রহ করে রবিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …