স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এক হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকালে সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক বলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় আমরা দুই শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। যারা কারো কাছে সাহায্য চাইতে পারে না, তাদের বাড়িতে গিয়ে আমরা খাদ্যসামগ্রী দিয়েছি।
এদিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের উদ্যোগে রাতে নিন্মআয়ের ৮০০ মানুষের বাসায় খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান ও ওষুধ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …