Latest News
বুধবার, ১৯ মার্চ ২০২৫ ।। ৫ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুরন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে দুরন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:  ‘তরুন নেতৃত্বে শক্তি, দেশ গড়ার মূল ভিত্তি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো ঝালকাঠির সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘’দুরন্ত ফাউন্ডেশন’ এর দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। সংগঠনটির সভাপতি তাহসিন মৃধা অনিকের সভাপতিত্বে বুধবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া-মুনাজাত ও কেককাটা। আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনটির কর্মকর্তা ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মো: মহসিন, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যাপক ড. মো: শামীম আহসান, ঝালকাঠি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড. মো: আককাস সিকদার। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা মো: জুবায়ের আদনান। এ সময় দুরন্ত ফাউন্ডেশন কর্তৃক গত দু’বছরের সকল সামাজিক কর্মকান্ড তুলে ধরা হয়। একইসাথে ভিডিওগ্রাফির মাধ্যমে তা দেখানো হয়। অনুষ্ঠানে ঝালকাঠির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন তরুণ নারী সংগঠক সৈয়দা মাহফুজা মিষ্টি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …