Latest News
রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুর্গা পূঁজা উদযাপনের প্রস্তুতি সভা

ঝালকাঠিতে দুর্গা পূঁজা উদযাপনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, এনএসআই উপপরিচালক আবদুল কাদের, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ জেলার বিভিন্ন পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দুর্গোৎসব চলাকালে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশি¬ষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।