Latest News
শনিবার, ১৩ জুলাই ২০২৪ ।। ২৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা

ঝালকাঠিতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
‘বন্ধ হলে দুর্নীতি, আসবে দেশে উন্নতি’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, টিআইবির সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু। মানববন্ধনে উপস্থিত ছিলেন টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. লাল মিয়া। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুুল হক। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ কর্মসূচির আয়োজন করে।